ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতিতে সিপিবির তীব্র প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, সেপ্টেম্বর ১৮, ২০২৫
বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতিতে সিপিবির তীব্র প্রতিবাদ

যৌথ সামরিক মহড়ার নামে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক বিমান ও সেনা সদস্যদের উপস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পাশাপাশি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর এটি এক বিরাট হুমকি বলেও মন্তব্য করেছে বাম ধারার সংগঠনটি।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।  

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকাসহ পুরো দুনিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা প্রমাণ করেছে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করে এ ধরনের যৌথ সামরিক মহড়ার পেছনে বিরাট ভূরাজনৈতিক দুরভিসন্ধি লুকিয়ে থাকে, যা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর বিরাট হুমকি।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ নামে এই যৌথ মহড়ার আওতায় বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি অনুমোদন দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তার সীমিত এখতিয়ারের বাইরে চলে গিয়েছে। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার পরিপন্থী। কারণ, চট্টগ্রামের মতো স্পর্শকাতর ভৌগোলিক অঞ্চলে, গভীর সমুদ্রে মার্কিন বাহিনী বহু আগে থেকেই সামরিক ঘাঁটি করার জন্য লোভের দৃষ্টি ফেলে রেখেছে। উপরন্তু মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুতে বিরাট সমস্যা বিদ্যমান। সেইসঙ্গে এখানে দেশের তিন বাহিনীর অনেক গোপনীয় এবং স্পর্শকাতর স্থাপনা রয়েছে। তাই এরকম একটি এলাকায় মার্কিনের এই সামরিক উপস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ।  

একইসঙ্গে এই মহড়ার মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ তার ইন্দো-প্যাসিফিক সামরিক কৌশলে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে তৎপর রয়েছে। সিপিবি সরকারের এহেন ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং দেশবাসীকে মার্কিন সাম্রাজ্যবাদের অপতৎপরতা সম্পর্কে হুঁশিয়ার থাকার আহবান জানাচ্ছে।

সেইসঙ্গে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব গোপন চুক্তি জাতির সামনে প্রকাশ করার জোর দাবি জানাচ্ছে সিপিবি।

আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ