ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ৩ শিবির কর্মী গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
জয়পুরহাটে ৩ শিবির কর্মী গ্রেফতার 

জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতা পরিকল্পনার মামলায় ৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  

সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার হানাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত, মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাহিদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত বছরের ২৪ ডিসেম্বর সকালে ককটেল, লাঠিসহ শহরে নাশকতার উদ্দেশ্যে বামনপুর, শগুনা, চারমাথা এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত ও শিবির কর্মীরা। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি ককটেলসহ ১২ জনকে আটক করে ও অন্যরা পালিয়ে যায়।  

এতোদিন ওই মামলায় আসামিরা পলাতক থাকলেও আজ ভোরে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।