ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

গাংনীতে বিএনপি নেতা জেলহাজতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
গাংনীতে বিএনপি নেতা জেলহাজতে 

মেহেরপুর: নাশকতার মামলায় গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক সালাউদ্দীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সালাউদ্দীনকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিএনপি নেতা সালাউদ্দীন গাংনী উপজেলার খাসমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কাথুলি ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা বিএনপির সদস্য।

গাংনী উপজেলা শহরে বোমা বিস্ফোরণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপুর দায়ের করা মামলায় বুধবার তাকে গ্রেফতার করা হয়।
 
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপি নেতা সালাউদ্দীনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।  

অবিলম্বে সালাউদ্দীনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, দেশব্যাপী বিএনপির পদযাত্রাকে রুখে দিতেই মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।