ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা জেলা গণসংহতি আন্দোলনের সম্মেলন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ঢাকা জেলা গণসংহতি আন্দোলনের সম্মেলন শুক্রবার

ঢাকা: সরকার ও শাসনব্যবস্থা বদলাও: ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট মোকাবিলায় জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলুন—এই আহ্বানে গণসংহতি আন্দোলন ঢাকা জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, ১০ মার্চ।

এ দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা জেলা প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাচ্চু ভূইয়ার সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন ঘোষণা করবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

উদ্বোধনী সমাবেশে বক্তা হিসেবে আরও উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পুসহ ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতারা। সমাবেশ পরিচালনা করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মোল্লা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।