ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড, পরে সাধারণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
বকশীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড,  পরে সাধারণ সভা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা না আসায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়নি। পরে বর্ধিত সভার পরিবর্তে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মার্চ) বিকেলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্ধারিত নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ ইউনিয়ন সমন্বয়কারীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বর্ধিত সভায় যোগ দেন। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেকেই অনুপস্থিত ছিলেন। ৬৫ জন সদস্যের মধ্যে উপস্থিত হন মাত্র ১১ জন। এছাড়া ৯টি ওয়ার্ডের ১৮ জনের মধ্যে মাত্র ২জন উপস্থিত হন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেও কেবল বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।
বর্ধিত সভার কোরাম সংকটের কারণেই পরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাকায়েত উল্লাহ সাকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, সাংগঠনিক সম্পাদক এ কে এম হান্নান, শ্রম বিষয়ক সম্পাদক মিস্টার আলী, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ প্রমুখ।

বার্ধিত সভায় নেতাকর্মীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সমন্বয়হীনতার কারণে নেতাকর্মীরা উপস্থিত হয়নি। এছাড়া তিনি দলীয় কোন্দলের কথাও জানান।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।