ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন হবে না: তোফায়েল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন হবে না: তোফায়েল 

ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা -১ আসনে সংসদ সদস্য  তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে।

সেই নির্বাচনের আশা করি বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে। কেউ যদি অংশগ্রহণ না করে সেটা তাদের নিজস্ব ব্যাপার।

সঠিক সময়ে বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচন হবেই। এ নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বুধবার (১৯ এপ্রিল) ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সমঙ বিএনপির কড়া সমালোচনা করেন তোফায়েল আহমেদ।  

তিনি বলেন, বিএনপির কোনো কাজ নেই। তারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করে। তারা বলে গণতন্ত্র নাই, আসলে বিএনপির জন্মই তো হয়েছে ক্যান্টনমেন্টে। তাদের কাছে গণতন্ত্র কি? জিয়াউর রহমান হাজার হাজার মানুষ হত্যা করেছেন ও বিনা কারণে ফাঁসি দিয়েছেন।

এ সময় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জহুরুল ইসলাম নকিব,  সদর উডজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইলিশ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ধনিয়া ইউপি চেযারম্যান এমদাত হোসেন কবির উপস্থিত ছিলাম।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এইচএমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।