ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দাকোপে আ’লীগকে পুনর্গঠনের চেষ্টা, প্রশাসন চুপচাপ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, অক্টোবর ১২, ২০২৫
দাকোপে আ’লীগকে পুনর্গঠনের চেষ্টা, প্রশাসন চুপচাপ!

খুলনা : ত্রয়োদশ জাতীয় সংসদস নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই-ঘোষণা করছে। ঠিক তখন খুলনা জেলার দাকোপ উপজেলার বেশ কিছু নেতা নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে প্রতিষ্ঠার তোড়জোড় শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানীতে জানা যায়, শেখ হাসিনার আস্থাভাজন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা ননী গোপাল মণ্ডলের বেশ কিছু অনুসারীরা পলাতক ননী গোপালের নির্দেশনায় গোপন বৈঠক করেছেন।

সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সিলেকশন প্যানেল চেয়ারম্যান-১, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত গোপনীয় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অশোক গাইন, ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনাদি মোহন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন মন্ডল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য, সিলেকশন প্যানেল চেয়ারম্যান-২, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন মন্ডল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা যুবলীগ নেতা অমিত মন্ডল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা যুবলীগ নেতা সুখেন্দু শেখর রপ্তান বুলু, কৈলাশগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য, কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী মহিলালীগ নেত্রী কল্পনা রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য, দাকোপ উপজেলা যুব মহিলা লীগের সহ-সাধারন সম্পাদক কনক লতা বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রতন মন্ডল, উপজেলা সৈনিক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ফরাজি জাকারিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ

একটি সূত্রে জানা যায়, কিছু দিন আগে শেখ হাসিনার সঙ্গে দাকোপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা মোবাইলে অনেক সময় ধরে মিটিং করেছে, তারপর পর থেকে বিভিন্ন জায়গায় গোপন মিটিং করছে। তারই সূত্র ধরে প্রবীর মন্ডলের সভাপতিত্বে এই মিটিং হয়। এখানে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার ( দেবু), প্লাবন রায়, উত্তম বৈদ্য, শংকর পাইক, সুকুমার রায় (ঝন্টু) ও সরোজিত রায় ( কুঞ্জ)।

সম্প্রতি শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পলাতকরা প্রকাশ্যে সংগঠিত হয়েছে। ভারতে অবস্থান করছেন সাবেক এমপি ননী গোপাল মন্ডল ও সাবেক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল। তারা দুজন অনলাইনে ও অফলাইনে মিটিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের সরব উপস্থিতি জানান দিচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি সময় ননী গোপাল মন্ডলের ছেলে দীপ্ত মন্ডল অর্থ আত্মসাৎ ও নাশকতার মামলায় সাতক্ষীরায় আটক হয় এবং কোর্টের মাধ্যমে খুলনার জেলহাজতে প্রেরণ করা হয়ে। তারপর থেকে তার শক্তির জানান দিতে প্রস্তুতি নিচ্ছে তার অনুসারীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সাবেক সংগঠক খালিদ ফয়সাল বাংলানিউজকে বলেন, দাকোপের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসনের পেছনে প্রশাসনের ভূমিকা অপরিসীম। বিভিন্নভাবে তাদেরকে ইনফরমেশন দেওয়ার পরও তারা এড়িয়ে গেছেন। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশাসনের সাথে তাদের গোপন বৈঠকে দেখা গেছে। প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে উপজেলার বিভিন্ন পয়েন্টে ফ্যাসিস্টদের একান্ত শলা পরামর্শ করতে দেখা যাচ্ছে। এতেই প্রতিয়মান তারা শীঘ্রই কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এতে করে আশঙ্কায় আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীরা।

রোববার (১২ অক্টোবর) দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দাকোপে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে আমার কাছে এমন কোন তথ্য নেই। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ