ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ আ. লীগ মুক্ত তত্ত্বাবধায়ক সরকার চায়: পারভীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মানুষ আ. লীগ মুক্ত তত্ত্বাবধায়ক সরকার চায়: পারভীন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

প্রধান অতিথি পারভীন আক্তার বলেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন অবস্থায় আওয়ামী লীগের যখন কোনো নেতা খুঁজে পাওয়া যায় নাই, ঠিক সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৮১ সালে দেশে ফিরিয়ে আনেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, এই স্বৈরাচার সরকার মুক্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোট দিতে প্রস্তুতি নিচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কর্তৃক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নারায়ণগঞ্জের মাটিতে তার বিচার করার ঘোষণা দেন।  

আলোচনা সভা ও  দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য আলী আজগর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শহিদুল্লাহ চেয়ারম্যান, আড়াইহাজার পৌরসভার সাবেক বিএনপির আহবায়ক রুপচান মিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জহির হোসেন, সাবেক জেলা যুবদল নেতা তসলিম উদ্দিন লিটন, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা জাসাসের সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ বিন আনোয়ার শামিম, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, সাবেক ছাত্রনেতা বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া,  আড়াইহাজার পৌর বিএনপির নেতা আতিকুর রহমান নিপু, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর যুব দলের আহবায়ক সুজন মিয়া আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।