ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভুঞাপু‌রে যুবলীগের চার নেতা‌কর্মী‌কে কু‌পিয়ে‌ছে দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ভুঞাপু‌রে যুবলীগের চার নেতা‌কর্মী‌কে কু‌পিয়ে‌ছে দুর্বৃত্তরা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলা যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ তার চার নেতাকর্মী‌কে কুপিয়ে আহত ক‌রে‌ছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু সড়‌কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকা‌রি কলেজ গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত বা‌কি তিনজন হ‌লেন- যুবলীগ কর্মী রতন তালুকদার, কানন ও বিজয়। গুরুতর আহত সে‌লিম‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার বীরহা‌টি এলাকায় ভূঞাপুর লিংক রো‌ডের উদ্বোধন অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। সেখা‌নে কর্মী সমর্থক নি‌য়ে উপ‌স্থিত হয় উপ‌জেলা যুবলী‌গের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। অনুষ্ঠান শে‌ষে ফেরার প‌থে ফসলা‌ন্দি মোড় এলাকায় তা‌দের ওপর হামলা ক‌রে দুর্বৃত্তরা। হামলায় সে‌লিমসহ চার নেতাকর্মী গুরুতর আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে ভ‌র্তি করা হয়। সেখানে সে‌লি‌মের অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার তাকে জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে পাঠানো হয়।  

এ‌দি‌কে এ ঘটনায় ভুঞাপু‌রে উত্তেজনা বিরাজ কর‌ছে। এ ঘটনাকে কেন্দ্র ক‌রে যেকোনো সময় বড় ধর‌নের রক্তক্ষয়ী সংঘ‌র্ষের আশঙ্কা কর‌ছেন স্থানীয়রা।

উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদ আকন্দ বলেন, সড়ক উদ্বোধ‌নের অনুষ্ঠানে সে‌লিমসহ আমরা গি‌য়ে‌ছিলাম। অনুষ্ঠান থে‌কে ফেরার পথে তা‌দের ওপর হামলার ঘটনা ঘ‌টেছে ব‌লে জে‌নে‌ছি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হ‌য়ে‌ছে।  

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে ব‌লে জানা গে‌ছে। ত‌বে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।