ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি ভেবেছিল, কয়েকটি ধাক্কা দিলে আ.লীগ নড়ে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
‘বিএনপি ভেবেছিল, কয়েকটি ধাক্কা দিলে আ.লীগ নড়ে যাবে’

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, ‘বিএনপি মনে করেছিল, কয়েকটি ধাক্কা দিলে আওয়ামী লীগ নড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।

আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ যেমন এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তেমনি দেশবিরোধী সব ষড়যন্ত্রও নস্যাৎ করে দিতে পারে। ’

সোমবার (৩১ জুলাই) সকালে জেলা শহরের বনরূপা এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে এ শান্তি সমাবেশ করা হয়।

আগামী নির্বাচনে সাধারণ জনগণকে পাশে থাকার আহ্বান জানান এমপি দীপংকর তালুকদার।

জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বক্তব্য দেন।

এর আগে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।