ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
ফরিদপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা

ফরিদপুর: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ।

বুধবার (০২ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে হামলাকারীরা শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ সড়কের মনা প্লাজায় অবস্থিত বিএনপির জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিকেলে জেলার দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি ফরিদ শাহ সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে এসে পৌঁছালে সেখানে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই এলাকায় পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা কোনো ভূমিকা রাখেনি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেয়নি ছাত্রলীগ। আজ যে হামলার কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। এ জাতীয় কোনো ঘটনাই আজ ঘটেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে বলেন, বিএনপিকে অনুরোধ করা হয়েছিল দলীয় অফিসের সামনে তাদের কর্মসূচি পালন করতে। কিন্তু তারা তা না করে মিছিল নিয়ে জনতা ব্যাংকের মোড় এলাকায় আসে। ওই সময় ছাত্রলীগেরও একটি মিছিল সেখানে এসে ছিল। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।  

বিএনপির দলীয় অফিসে হামলার ব্যাপারে ওসি বলেন, অমি শুনেছি দলীয় অফিসে না, অফিসের কাছে একটি দোকানে হামলা জাতীয় সামান্য ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।