ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক ও জোবাইদাকে সাজা দেওয়ায় শরীয়তপুরে যুবদলের সমাবেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
তারেক ও জোবাইদাকে সাজা দেওয়ায় শরীয়তপুরে যুবদলের সমাবেশ 

শরীয়তপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি নাজমুল হক বাদল।

বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা সেলিম বেপারী, মোফাজ্জল মোল্যা, যুবদল নেতা জাবেদ ঢালী, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, ইমাম মোল্লা, আমির মোল্লা, জাসাস নেতা মনজুর হাসান প্রমুখ। এসময় দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নাজমুল হক বাদল বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে গণমানুষের দাবি আদায় করা হবে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ফরমায়েশি রায় দিয়ে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ এ রায় মানে না।  

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, এই সরকার দেশের মানুষ থেকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। এ দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা প্রশাসনকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।