ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নেতাকর্মীরা সতর্ক আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
নেতাকর্মীরা সতর্ক আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে: শাজাহান খান

মাদারীপুর: আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক রয়েছে,  যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও সতর্ক আছি। শুধু ঢাকা নয়, সারাদেশেই এ বিষয়ে আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

সাবেক এ নৌ পরিবহনমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি, নাশকতা- যাই করুক না কেন, তা কঠোর হস্তে দমন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফম ফুয়াদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।