ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির গণ-অনশন আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
বিএনপির গণ-অনশন আজ

ঢাকা: একদফা দাবি আদায়ে আজ শনিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ পাঠানোর দাবিতে এ  অনশন কর্মসূচি পালিত হবে।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ অনশন চলবে আজ সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত।  

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
টিএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।