ঢাকা: ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায়—‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, রাফাহ ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছে। আমরা প্রতিটি প্রতিবাদকে সমর্থন জানিয়ে যাচ্ছি। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের কনসার্ট ১১ এপ্রিল পূর্বঘোষিত কর্মসূচি ছিল, যেহেতু সেদিন শুক্রবার দেশের ধর্মপ্রাণ মুসলমান ইসরায়েলের হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে। আমরা সেটিতে অংশ নেব, সমর্থন জানিয়ে ১২ এপ্রিল কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছি।
ডিএমপিতে সেটি জানাতে এসেছিলেন বলেও জানান এ্যানি।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
টিএ/এসআইএস