ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে: রেজাউল করিম

পটুয়াখালী: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই, ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও সরে গেছেন। বিএনপির অবস্থা এখন দিশেহারা।

বর্তমানে তারা (বিএনপি) বিদেশি মুরুব্বিদের কথায় এর ওর কাছে ধরনা দিচ্ছে।  

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না। ১৯৭০ সালে মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসেনি, তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে অপেক্ষা করছে।

এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।  

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সদর ফায়ার স্টেশনের অত্যাধুনিক ভবনটির নির্মাণকাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।