ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আর নেই

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।



মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি ঢাকার উত্তরা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় দ্রুত তাকে লুবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাদেক কুরাইশীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

মৃত্যুকালে সাদেক কুরাইশী স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  
এদিকে তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।