ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্পষ্ট বলছি, হেফাজত আর বিএনপি এক কথা নয়: সালাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
স্পষ্ট বলছি, হেফাজত আর বিএনপি এক কথা নয়: সালাম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার একবার হুমকি দিচ্ছে, বিএনপিকে হেফাজতের পরিণতি ভোগ করতে হবে, আরেকবার হুমকি দিচ্ছে, ১০ ডিসেম্বরের মত অবস্থা হবে। স্পষ্ট বলে দিতে চাই, হেফাজত আর বিএনপি এক কথা নয়, ১০ ডিসেম্বর আর ২৮ অক্টোবর এক নয়।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা ২৮ অক্টোবর প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে এক এগারো এনেছিলেন। কিন্তু বিএনপি মানুষ হত্যা করে অন্ধকার পথে ক্ষমতায় আসতে চায় না। যাদের কোনো জনভিত্তি নেই, তারাই এসব নোংরামি করে, মানুষ হত্যা করে অন্ধকার পথে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, সরকারের পতন অনিবার্য। ২৮ অক্টোবর যদি বিএনপির সমাবেশে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পালিয়েও রক্ষা পাবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা আত্মরক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

তিনি বলেন, পুলিশও জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারছে। তাই প্রধানমন্ত্রী এখন পুলিশকেও বিশ্বাস করছে না। তাই আনসার দিয়ে দমন-পীড়ন ও গ্রেপ্তারের পাঁয়তারা করছে। এরপর শুনব সচিবালয় ও সরকারি কর্মকর্তাদের বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে। এগুলো করে সরকার নিজ দেশে এবং বিদেশে হাসির খোরাক যোগাচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসনে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
টিএ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।