ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওরা আনন্দ নষ্ট করতে মাঠে নেমেছে: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ওরা আনন্দ নষ্ট করতে মাঠে নেমেছে: শামীম ওসমান কথা বলছেন এমপি একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, আজকে এখানে আমি রিকশায় চড়ে এসেছি, পথে হাজার হাজার নারী রাস্তার দুই ধারে বসে আছেন। তারা আমাকে দেখে হাত নাড়ল।

সবাই অনেক আনন্দে আছে। এই আনন্দ নষ্ট করতে একটা মাঠে মহল নেমেছে। তারা মানচিত্রে থাবা দেবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে শহরের বিআইডব্লিউটিএর ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটা শ্রেণি মাঠে নেমে গেছে। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি শেখ হাসিনার জন্য। দেশ স্বাধীনের সময় যুদ্ধের সময় কে হিন্দু কে মুসলমান তা দেখেনি বাঙালি। সাম্প্রদায়িকতা দিয়ে বাংলাদেশকে কেউ বিভিক্ত করতে পারবে না।

এমপি শামীম ওসমান বলেন, যে কয়দিন জীবিত আছি, অন্তত নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক কোনো ঘটনা কেউ ঘটাতে পারবেন না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।