ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নৌকা হাতে শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ২৮, ২০২৩
নৌকা হাতে শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শামীম ওসমান

নারায়ণগঞ্জ: ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

এ সময় শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক দেখা যায়।

সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা হন শামীম ওসমানের অনুসারী যুবলীগ, ছাত্রলীগের, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, আমরা ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছি। কেউ নাশকতা করলে আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমরা তা প্রতিরোধ করব।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।