ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে পুলিশের বাধায় বাম গণতান্ত্রিক জোটের মিছিল পণ্ড, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
না.গঞ্জে পুলিশের বাধায় বাম গণতান্ত্রিক জোটের মিছিল পণ্ড, আহত ২০

নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শহরের ২ নম্বর রেলগেটস্থ আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে মিছিলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীদের সঙ্গে ব্যানার নিয়ে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে মিছিলকারীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম।

আহতরা হলেন- বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জামাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।

হাফিজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এর সমর্থনে আমরা কেন্দ্রীয় সিপিবি নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষসহ সকালে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে।

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারবো না। নিজেদের দাবি রাস্তায় প্রকাশ করতে পারবো না এ কেমন গণতন্ত্র।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র দাস জানান, জনসাধারণের নিরাপত্তায় বিঘ্ন ঘটায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।