ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন: শরীয়তপুরের তিনটিতেই বর্তমান মাঝিরা বহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
মনোনয়ন: শরীয়তপুরের তিনটিতেই বর্তমান মাঝিরা বহাল

শরীয়তপুর: শরীয়তপুরের তিনটি আসনে বর্তমান সংসদ সদস্যরাই পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।  

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের তালিকা প্রকাশ করেন।

 

শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক পুনরায় দলীয় মনোনয়ন পান।  

শরীয়তপুরের তিনটি আসনে ৪১ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদিকে তাদের মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল, রং মেখে আনন্দ উচ্ছ্বাস করেন এবং মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।