ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় মশাল নিয়ে বিএনপির ঝটিকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ভোলায় মশাল নিয়ে বিএনপির ঝটিকা মিছিল

ভোলা: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে ভোলা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১৩ ডিসেম্বর) অবরোধ সফল করতে এ মিছিল করেন তারা।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের খেয়াঘাট সড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য অবস্থান করে নেতা-কর্মীরা। পরে মশাল মিছিল নিয়ে খেয়াঘাট সড়কে বিক্ষোভ প্রদর্শন করে শেষ হয়।  

এ সময় মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ  করেন। ঝটিকা মিছিলটি চরনোয়াবাদ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।  

এদিকে, নাশকতা ঠেকাতে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্ট পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দেখা গেছে। এর আগে ১১তম অবরোধের প্রথমদিন সকাল থেকেই দেখা গেছে জনজীবন স্বাভাবিক। দূর-পাল্লার রুটের বাস না চললেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটের বাস এবং সব রুটের লঞ্চ চলাচল। অবরোধের প্রভাব না থাকায় কর্মজীবী মানুষদের বের হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।