গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আলি নাসের খান বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন ডেড ইস্যু। গাজীপুরের আওয়ামী লীগ এখন ডাইনোসরে রূপ নিয়েছে।
তিনি বলেন, এটা জীবাশ্ম জ্বালানি হয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের থ্রেট নেই।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর এনসিপির সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে এনসিপির নেতারা এ সংবাদ সম্মেলন করেন।
আলি নাসের খান বলেন, নানা ধরনের উসকানি ও নাশকতার হুমকির মুখে পদযাত্রা ও সমাবেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় সংগঠকরা গাজীপুরের কালিয়াকৈর হয়ে মাওনা দিয়ে জয়দেবপুর রাজবাড়ী মাঠে মিলিত হবে। গাজীপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে বিকেল ৪টায় সেখানে ভাষণ দেবেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরএস/আরআইএস