ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
‘এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে’

কুমিল্লা: নির্বাচনের আগে এতো ইউএনও ও ওসিকে কোনো নির্বাচন কমিশন বদলি করেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে।

এমন নির্বাচন কমিশন আগে দেখিনি। এজন্যই আমি বলেছি, এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ। এ নির্বাচনে ঈগল প্রতীকে নির্বাচন করবেন তিনি।  

শওকত মাহমুদ বলেন, আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন। যদি আওয়ামী লীগের সঙ্গে আপস করে নির্বাচন করতাম, তাহলে আমার বিরুদ্ধে থাকা ৬২টি মামলা প্রত্যাহার করিয়ে নির্বাচনে আসতাম। এসব মিথ্যা অপপ্রচার। তৃণমূলে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভালো ভোট হলে আমিই জিতব।

এ সময় শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, কুমিল্লা-৫ আসনে কালো টাকার ছড়াছড়ির খবর পেয়েছি। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করব।

ওই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপনও অপর এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ২০০ কোটি টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।