ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট বর্জনের আহ্বানে ফেনীতে বিএনপির পথসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ভোট বর্জনের আহ্বানে ফেনীতে বিএনপির পথসভা

ফেনী: অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড় বাজারে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও সদস্য আবু তালেব উপস্থিত ছিলেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এ ফ্যাসিস্ট সরকার দেশে আরেকটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে। একতরফা এ নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ হয়ে গেছে। এ অবস্থায় সবার নির্বাচন বর্জন করতে হবে। আগামী ৭ জানুয়ারি কোনভাবেই ভোটকেন্দ্রে যাওয়া যাবেনা। এ সময় সরকারকে সব প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।

ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক এম এ খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ ফেনী সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।