ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির অর্থসহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
সিলেটে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির অর্থসহায়তা

সিলেট: সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে পানিবন্দি ৫৩০টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২২ জুন) দিনভর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইন্নাতালিপুর, মির্জানগর ও মানিকপুরসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ৫৩০টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

এসময় বন্যা দুর্গত মানুষদের দীর্ঘ অন্তত ৬ মাস খাদ্য সহায়তা দিয়ে পুনর্বাসন করার দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সেই সঙ্গে সুরমা-কুশিয়ারাসহ সিলেটের সকল নদনদী খনন করার দাবি তোলেন তিনি।

তিনি আরও বলেন, পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানি বড়ার সঙ্গে সঙ্গে মানুষের আর্তনাদও বাড়ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ বিরামহীনভাবে ছুটে চলছে। মানুষের ঘর বাড়ি, খেত খামার সব ভেসে গেছে। সরকার আজ জনগণের পাশে নেই। বিএনপি অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের নিয়ে সাধ্যমতো বানবাসীদের পাশে থাকার চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি-সুরমা-কুশিয়ারা খননের উদ্যোগ নিতে।

বানবাসীদের উদ্দেশ তিনি আরো বলেন, বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় আমরা বারবার সুরমা-কুশিয়ার নদীসহ সব নদনদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি। উল্টো সিলেট অঞ্চলের পানি নিষ্কাসন প্রবাহ বাধাগ্রস্ত করে হাওরের মধ্য দিয়ে দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ টিপাইমুখ বাঁধসহ বিভিন্ন বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে আমাদের ন্যায্য হিস্যার পানি বন্ধ করে দেয়। ফলে দেশের কৃষি খাত মারাত্মক বিপর্যস্ত হয়। আর বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে ভাসিয়ে দেয়। পানিবন্দি মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অবিলম্বে সুরমা-কুশিয়ারাসহ সব নদ-নদী খনন করে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার উদ্যোগ নিতে হবে। অন্যথায় প্রতিবছরই বারবার এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পুরো সিলেটবাসী আজ গভীর সংকটে পড়েছে। বাসস্থান ও খাদ্য, নিরাপদ পানির সংকটের পাশাপাশি তারা স্বাস্থ্যঝুঁকিতে দিনযাপন করছেন। এমন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ অনুযায়ী সবাইকে থাকতে হবে। সিলেটবাসীর বিপদে বিএনপি সব সময় ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনুর আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, সদস্য আশরাফুল আলম বাহার, ওজি মোহাম্মদ কাউসার, লিটন আহমদ চৌধুরী, পাবেল রহমান, অলিউর রহমান, আরিফ চৌধুরী, আব্দুল মজিদ, এনামুল আজিজ মুন্না, আব্দুস সালাম টিপু, এনামুল কবির সুহেল, আব্দুস সামাদ লস্কর মুনিম, রুবেল ইসলাম, জয়নাল আবেদীন রাহেল, আবুল কাশেম, রাসেল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, হীরা মিয়া, রাজন আহমদ।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘন্টা, জুন ২২, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।