ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাজিতপুরের সাবেক মেয়র আশরাফের নামে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
বাজিতপুরের সাবেক মেয়র আশরাফের নামে দুদকের মামলা

কিশোরগঞ্জ: সম্পদের তথ্য গোপন করায় কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।

 

মামলায় তিন কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়াসহ পাঁচ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগও আনা হয়।  

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সালাহ উদ্দিন এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

সংশ্লিষ্ট মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ ২০১২-২০১৩ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর রিটার্নে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও মেয়র হিসেবে পাওয়া সম্মানী ও বিগত দিনের সঞ্চয়সহ মোট ২ কোটি ৭ লাখ ২৬ হাজার ১০০ টাকা আয় এবং পারিবারিক ও অন্যান্য খাতে মোট ৬০ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা ব্যয় দেখিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী ফরম মূলে সম্পদ বিবরণী দাখিলের একদিন আগে তার বড় ভাই সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের কাছ থেকে জনতা ব্যাংক রমনা কর্পোরেট শাখার চলতি হিসাবের মাধ্যমে কিশোরগঞ্জ মাধ্যমে ৫০ লাখ টাকা ঋণ নেন।  

উল্লিখিত ঋণ বাদে তার নিট সম্পদের মূল্য ৭ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। এক্ষেত্রে আসামি আনোয়ার হোসেন আশরাফ ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার সম্পদের বিপরিতে বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।  

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।  

আসামি আনোয়ার হোসেন আশরাফ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।