ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে: নয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে: নয়ন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

ঢাকা: দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।  

তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট হয়।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) পটুয়াখালীতে শিল্পকলা অডিটোরিয়ামে যুবদলের বিশেষ কর্মী সভায় নুরুল ইসলাম নয়ন এ কথা বলেন।

যুবদলের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাটসহ দখলদারি হচ্ছে। বিএনপিকে বদনামের ভাগীদার করার জন্য কিছু মানুষ বিএনপি, যুবদল ও ছাত্রদল সেজে এগুলো করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন- এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে, সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনের মাধ্যমে তার বিচার হবে।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে, যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তবে তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড় নেতা হোন না কেন, তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনা। আজকে সম্মেলিত আন্দোলনে তা সফল হয়েছে। কিন্তু এ সফলতা ধরে রাখতে হবে।

দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সব দখলবাজ, চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনো ভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

হামলায় আহত যুবদল নেতার পাশে যুবদল:

এর আগে বাসায় ভাঙচুর-লুটপাটের শিকার ও হামলায় আহত পটুয়াখালী পৌর যুবদল নেতা ফিরোজ আশরাফের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান এবং সার্বিক খোঁজখবর নেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফিরোজকে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ সহ বিভিন্ন জেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।