ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে যুবদলের ২ কর্মী হত্যা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে যুবদলের ২ কর্মী হত্যা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই যুবদল নেতাকর্মী হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


 
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন এবং শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হচ্ছেন আলম শেখ । আলমকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে রোববার বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।