ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অদৃশ্যমান অশুভ শক্তির সঙ্গে আমাদের লড়তে হচ্ছে: জিকে গউছ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
অদৃশ্যমান অশুভ শক্তির সঙ্গে আমাদের লড়তে হচ্ছে: জিকে গউছ

সিলেট: অদৃশ্যমান অশুভ শক্তির সঙ্গে আমাদের লড়তে হচ্ছে মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি মোকাবিলা করবে। অদৃশ্য শক্তিকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ।

শনিবার (৯ নভেম্বর) দপুর ১২টায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামীর দিনের রাজনীতি পরিচালিত হবে। সময়ের সঙ্গে সঙ্গে সিনিয়র নেতারা পথ ধরে যোগ্যতা অনুসারে জুনিয়র নেতারা স্থান পাবেন। কর্মীর সঙ্গে নেতার সম্পর্ক থাকবে ভাইয়ের মতো।

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর গতিবিধি লক্ষ্য করেন। প্রত্যেক সপ্তাহে আমাদের কর্মসূচি পালন করতে হয়েছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের স্বার্থবিরোধী অপশক্তি প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং সেভাবেই জেলা বিএনপির কার্যক্রম অব্যাহত থাকবে।

সভার কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে, শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট পেশ ও সমর্থন শেষে দলের প্রয়াত নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রুহের মাগফেরাত কামনা ও আহত অসংখ্য ছাত্র জনতার জন্য দোয়া করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ব্যারিস্টার আবরার ইলিয়াস।

জেলা বিএনপির সহ-সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন চাকসু , হাজী শাহাব উদ্দিন আহমদ, শাহ জামাল নুরুল হুদা, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নজমুল হোসেন পুতুল, নাজিম উদ্দিন লস্কর, শাহাব উদ্দিন আহমদ, গোলাম রব্বানী, ইকবাল আহমদ, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া চেয়ারম্যান। উপদেষ্টাবৃন্দের মধ্যে ময়নুল হক চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, আব্দুল হাকিম চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সুরমান আলী, ওসমান গনি, ডা. আব্দুল গফুর, মাসুক উদ্দিন, শওকত আলী, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, কাজী মুহিবুর রহমান, আব্দুর রহিম, কামরুল হাসান শাহিন ও গৌছ খান।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদকবৃন্দের মধ্যে ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, অ্যাডভোকেট সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান ও জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।