ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে: রিজভী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে: রিজভী 

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছেন আদালত।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। সেই আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ।

তিনি অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকাজ অন্যায়ভাবে পরিচালিত হতো। আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আবদুল কাহার আকন্দকে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানসহ দলের নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে বিচার করে। কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারেক রহমান ও বিএনপির অন্য নেতাদের জোরপূর্বক সাজা দেওয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগের।

এসময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দিয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।