ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
হত্যা মামলা: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার গিয়াস উদ্দিন সোহাগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করে ছাত্র হত্যার ঘটনায় গিয়াস উদ্দিন সোহাগ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।

শুক্রবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন সোহাগ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দুটি হত্যা মামলায় গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর সাবেক যুবলীগ নেতা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আফনানের মা এবং নিহত সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। এ দুই হত্যা মামলায় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।