ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে তরুণদের নেতৃত্বের সুযোগ করে দিতে হবে: মনিরা শারমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
রাজনীতিতে তরুণদের নেতৃত্বের সুযোগ করে দিতে হবে: মনিরা শারমিন

নাটোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মনিরা শারমিন বলেছেন, রাজনীতিতে তরুণদের নেতৃত্বের সুযোগ করে দিতে হবে।

তিনি বলেছেন, আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছেন, তাদের সেটা বুঝতে হবে এবং জায়গা ছেড়ে দিতে হবে।

কেননা, তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের পরিবর্তন হবে না। এটা আমরা গত ৫৩ বছর দেখেছি। রাজনীতিবিদেরা এই জায়গাতে খুবই সংকীর্ণ মনোভাব দেখিয়েছেন। আমরা চাই, তরুণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।  

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ কথা বলেন মনিরা শারমিন বলেন।  

তিনি বলেন, আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করব, যাতে তরুণরা তৃণমূল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারেন। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।

তরুণদের অবশ্যই রাজনীতিতে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মনিরা শারমিন বলেন, ‘ছাত্র আন্দোলনে আমরা বুলেটের ভয় পাইনি, এখন আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই। ’ 

ছাত্রনেতা তৌফিক রিয়াজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাঈদ মোস্তাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ, ছাত্র আন্দোলনে ⁠আহত রাহীর মা নাজনীন জাহিদ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান।

সাঈদ মোস্তাফিজ সাঈদ মোস্তাফিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাটোরের কুলাঙ্গার জুনাইদ আহমেদ পলকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল। তার এই ভূমিকাতে নাটোরবাসী লজ্জিত। তার লোক দেখানো উন্নয়নে অপকর্মগুলো ধামাচাপাই থাকত। আমরা চাই তরুণরা রাজনীতিতে যুক্ত হোক। বাংলাদেশে আমরা সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।

তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনও ঘটেনি। ৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। যারা এসব ইস্যুতে ষড়যন্ত্র করছেন, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। অথচ সেসব ঘটনার কোনো জবাবতো ভারত কখনও চায়নি। বরং এখন হিন্দু নির্যাতনের ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে।  

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারও ছাত্র-জনতা জীবন দিয়েছেন চাঁদাবাজির জন্য নয়। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোনো আপোষ নেই।

এদিন অনুষ্ঠানে নাটোরের সিংড়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতা মঞ্জুরুল আলম হাসুর উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।