ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি পৌর জামায়াতের নেতৃত্বে মাইনুদ্দিন ও আবুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
রাঙামাটি পৌর জামায়াতের নেতৃত্বে মাইনুদ্দিন ও আবুল 

রাঙামাটি: রাঙামাটি পৌর জামায়াতে ইসলামীর সভাপতি হয়েছেন মো. মাইনুদ্দিন এবং সেক্রেটারি হয়েছেন হাফেজ মো. আবুল বাশার।

এছাড়া সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, অফিস সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ওলামা মাশায়েখ সম্পাদক হাফেজ আবদুল জব্বারের নাম ঘোষণা করা হয়।

এ কমিটি আগামী ২৫-২৬ সেশন অর্থাৎ আগামী দুই বছর পৌর জামায়াতকে সুসংগঠিত করতে কাজ করবে।

প্রধান অতিথি থেকে এ কমিটি ঘোষণা করেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম।

কমিটি ঘোষণাকালে জেলা আমির দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনাদের হাতে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে। দেশ, জাতির উন্নয়ন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীত প্রতিরোধ এবং সৎ শাসনের জন্য কাজ করবেন। ফ্যাসিস্টরা যাতে সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।