ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কন্যা সন্তানের জন্ম দিলেন গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বির স্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
কন্যা সন্তানের জন্ম দিলেন গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বির স্ত্রী 

মাগুরা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান রাব্বির স্ত্রী রুমি খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।  

বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের প্রাইভেট ল্যাব সিটি মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা শিশুর জন্ম দেন।

বর্তমানে মা ও সন্তান দুইজন সুস্থ্য আছেন।  

মেহেদী দেখে যেতে পারেননি তার সন্তানকে। কন্যা সন্তানের জন্মের আনন্দ থাকলেও পরিবারের মাঝে বইছে বেদনার সুর। মেহেদী না থাকায় আনন্দের সঙ্গে বেদনাও কম নয়।
গত ৪ আগস্ট মাগুরার নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪) নিহত হন।  

মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।  

মেহেদীর চাচাতো ভাই রুমেল হাসান বলেন, বাবা ডাক শোনার আগে অকালেই চলে গেল মেহেদী। ওই সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল (বুধবার) বিকেলে মেহেদীর স্ত্রীকে নিয়ে হাসপাতালে নিলে পরীক্ষা নিরীক্ষা করে ডা. মো. শহিদুর রহমান তার সিজারিয়ান অপারেশন করেন।  

শহীদ মেহেদীর কন্যা সন্তানের জন্মের খবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে আসেন।

এসময় প্রাইভেট ল্যাব সিটি মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক আলিমুজ্জামান, ডা. মাসুদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে মেহেদীর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।