ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্র-আন্দোলনে শহীদ সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে: ওয়াহাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ছাত্র-আন্দোলনে শহীদ সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে: ওয়াহাব ময়মনসিংহে বিএনপি আয়োজিত গণসমাবেশে বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ অস্ত্রধারীদের হামলায় শহীদ হয়েছেন শিক্ষার্থী সাগর। অবিলম্বে শহীদ সাগর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় বিএনপি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এই গণসমাবেশের আয়োজন করে।  

এ সময় ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওয়াহাব আকন্দ বলেন, আগামী দিনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু তার দোসরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।  

বিএনপি নেতা তিতুমীর সরকারের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, নজরুল ইসলাম ভূইয়া, আব্দুর রব আকন্দ রতন, সৈয়দ শরীফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল প্রমুখ।

এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ‍্যে। এ সময় তারা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করে।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।