ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন

মানিকগঞ্জ: বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল্লাহ আল-মামুন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের তরাঘাট মিল্কভিটা এলাকার আব্দুল মতিন মোল্লার ছেলে।  

জানা গেছে, বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।