নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়ার নেতৃত্বে এ র্যালি হয়।
র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় প্রদক্ষিণ করে। এতে জেলা ও রূপগঞ্জ থানা ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
এ সময় নাহিদ বলেন, ছাত্রদল এদেশের ছাত্রজনতার আশা আকাঙ্ক্ষা পূরণে সব সময় কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে ছাত্রদলের সঙ্গে নিয়ে সব সময় আন্দোলনে অগ্রগামী ছিল ছাত্রদল। ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার আছে, ছিল এবং থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দেশ বিনির্মাণে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমআরপি/জেএইচ