ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিলেও কোনো মতামত দেবে না বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিলেও কোনো মতামত দেবে না বিএনপি

ঢাকা: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এখনো দলীয়ভাবে ও শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। দলটি মনে করছে, এজন্য আরও সময়ের প্রয়োজন।

এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। সে কারণে, দলটি এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমে বলেন, আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে দুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ