ঝালকাঠি: ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের আয়োজনে শহরের ফায়ার সার্ভিস মোড়ের একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ইফতার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা হাফিজুর রহমান এবং আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারি ইব্রাহিম আল হাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইফতেখার লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল এবং ছাত্রনেতা ইয়াছিন ফেরদৌস ইফতি।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী সেক্রেটারি ও জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংস্থা ও সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআই