ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি দুঃসময়ে পালিয়ে যায় না: জুয়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
বিএনপি দুঃসময়ে পালিয়ে যায় না: জুয়েল

নরসিংদী: বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না। বিএনপি ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায়নি।

১৯৭৫ সালে বাংলাদেশে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে ও ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির সময় দেশের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত ছিল। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মিডিয়ার অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে সব অধিকার বাস্তবায়নে বিএনপি কাজ করে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) সদুপুরে নরসিংদীর বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৫ শতাধিক নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু রাজনৈতিক দল নয়, নেতা নয় উনি সমাজের জ্ঞানীগুণী প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি যেন সংসদে থাকে সেজন্য তিনি সংসদে আরও একটি উচ্চকক্ষ তৈরি করবেন। যারা এমপি ও মন্ত্রীদের পরামর্শক হিসেবে থাকবেন। তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এমপি, মন্ত্রীরা কাজ করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করে যাবে।  

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, আগামী নির্বাচনে জনগণ যেন নিজের ভোট দিতে পারে সেটা আমরা চাই। ভোট যেন রাতে না হয়ে যায়, দিনের ভোট যেন দিনেই হয়। ভোটকেন্দ্র যেন কোনো মাস্তান দখল করতে না পারে। কোন প্রশাসন যেন একটি বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ সেটাই আমরা চাই। আমরা চাই অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে সবার অংশগ্রহণে  দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই নির্বাচনের জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে।  

বেলাব উপজেলা বিএনপির নেতা হাজী আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, নরসিংদী জেলা কৃষকদলর সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপুসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।