ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিবাদমান দুটি পক্ষের বসা উচিত: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
বিবাদমান দুটি পক্ষের বসা উচিত: মান্না কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নারায়ণগঞ্জ: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ক্রান্তির পথে আছি। এখানে যাওয়ার একটাই পথ, সেটা হলো ঐক্য।

আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো কিছুই বাধা হতে পারবে না। এখনই বিবাদমান দুটি পক্ষের বসা উচিত।

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি এস এম আকরামের স্মরণসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ঝগড়াটা যারা করছে। একদিকে আছে মির্জা ফখরুল, আরেকদিকে আছে আরেকজন। বসা উচিত। এমন যদি চলতে থাকে তাহলে দুটি পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়াবে।

তিনি বলেন, এখানে সবাই আছে। আমি রাজনীতি করি। চেষ্টা করবো রাজনীতিতে থাকার। আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিপক্ষ ছিল ওবায়দুল কাদের। তিনি কোথায় ছিলেন, আমি কোথায় ছিলাম। আজ তিনি কোথায়, আমি কোথায়। তিনি আমাকে বলতেন সারাজীবন এত সংগ্রাম করলেন কিছু করতে পারলেন না। আমি মাহমুদর রহমান মান্না আর তিনি ওবায়দুল কাদের, পরের বিশেষণটা বললাম না। আমি অনেক ভালো আছি। আমি নারায়ণগঞ্জের জানাজায় থাকতে পারিনি। আপনারা যাদের কথা বললেন যারা বাধা দিয়েছিল সেই মানুষগুলো আর নেই। তারা কী আর ফিরতে পারবে? অনেকে প্রশ্ন করে। হয়ত ফিরতে পারত। এর আগেও একবার তার পিতার মৃত্যু হয়েছিল। তখন যারা ছিল ফিরেছিল, তাদের রাজনীতি এমন ছিল না। এখনকার এদের রাজনীতি সবচেয়ে বড় সংকট, এরা ফিরবে কীভাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেন দেশের কী উন্নতি হচ্ছে দেখছেন না। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। সেই প্রধানমন্ত্রী কাছে আপনারা জানতে চাইবেন না, কীভাবে আপনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হলো?

বাংলাদেশ সময়: ১২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।