ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

রাজনীতি

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ. লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ. লীগ নেতা গ্রেপ্তার

পাবনা: পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে আব্দুল ওহাবকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন। এসময় আট  পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন: পাবনায় পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

এ ঘটনায় সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই-তিনশ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আব্দুল ওহাবের নামে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।