ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

রাজনীতি

গুইমারায় ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
গুইমারায় ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক আটক ছাত্রলীগের চার নেতাকর্মী

খাগড়াছড়ি: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনে খাগড়াছড়ির গুইমারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয় গুইমারার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

 

আটকরা হলেন- গুইমারা বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ মিয়া, বড়পিলাক এলাকার আব্বাস আলীর ছেলে মো. আজিজুল, অহীদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম।

আটক চারজনই ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগে ওই চারজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।