ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

রাজনীতি

প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান আমিনুল হকের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান আমিনুল হকের 

ঢাকা: নতুন বাংলাদেশ গড়তে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ বাহিনী এখন চেষ্টা করছে কীভাবে নতুন বাংলাদেশ গড়া যায়, কীভাবে নতুনভাবে পুলিশ প্রশাসনের প্রত্যেকটি স্তরের কর্মকর্তারা দেশের জনগণের কাছে একটি আস্থার জায়গা তৈরি করতে পারে।   

আমিনুল হক বলেন, গত ৫ আগস্টের পর আজকে দীর্ঘ ৬ মাস হতে চলেছে- এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে বিচার বিভাগে ও দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসেনি। কারণ আওয়ামী স্বৈরাচারের দোসররা তারা রাষ্ট্রের স্ব-স্ব প্রতিষ্ঠানে বহাল তবিয়তে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।  

তিনি বলেন, বিএনপি একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়তে চায় যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন দেশ গড়তে এখন নানান প্রতিকূলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী স্বৈরাচারের দোসররা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য তারা নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক হতে হবে।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ নির্মিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। হাসিনার পতনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির বহু কর্মী প্রাণ দিয়েছে।  

হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের কথা কখনও ভোলা যাবে না বলে নেতাকর্মীদের স্মরণ রাখতে বলেন আমিনুল হক।  

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশে অতি দ্রুত সময়ের ভেতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।  

এ সময় হাতিরঝিল থানা বিএনপি আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ও মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫ 
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।