ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল 

জামালপুর: জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের বকুলতলা মোড় থেকে মিছিলটি বের হয়েছে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান জিলানীসহ অনেকে।  

বক্তারা বলেন, বিগত আট বছর ধরে দেওয়া জামালপুর জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের রহমানের নির্দেশ মতো কমিটি দেওয়া দাবি জানান তারা।

নতুন কমিটি না দেওয়া হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।