ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর বিএনপির সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
খুলনা মহানগর বিএনপির সম্মেলন শুরু

খুলনা: খুলনা মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় খুলনার সার্কিট হাউজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সম্মেলনস্থলের মাঠে। প্রতিষ্ঠার ৪৭ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে খুলনা মহানগর বিএনপি।

বিকালে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। সংগঠনের প্রধান ৩টি পদে ১২ নেতা প্রার্থী হয়েছেন। নগরীর ৫টি থানার ৫০৫ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির ও সাহাজী কামাল টিপু; সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর প্রার্থী হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে প্রার্থী হয়েছেন বিএনপি নেতা শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী।

তবে, বর্তমান নেতৃত্ব বহাল থাকবে, নাকি পরিবর্তনের মাধ্যমে নগর বিএনপি নতুন নেতৃত্ব পাবে- সেটি নিশ্চিত হতে অপেক্ষা করছেন নেতা-কর্মীরা।

 

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।