ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

রাজনীতি

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা অনুষ্ঠানে বাগড়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নতুন ছাত্র সংগঠনের ঘোষণা অনুষ্ঠানে বাগড়া

গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুরুতেই বাধার মুখে পড়েছে।  

সংগঠনটির কমিটিকে প্রহসনের কমিটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একদল তরুণ সংবাদ সম্মেলনস্থলে মিছিল নিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন।

এ ঘটনায় সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়েছে।  

বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা থাকলে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরা থেকে এসেছেন দাবি করা একদল শিক্ষার্থী স্লোগান দিয়ে প্রবেশ করেন।  

পরে নতুন সংগঠনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা সংগঠনের নাম ও মোটো উল্লেখ করে স্লোগান দেওয়া শুরু করেন তারা বলেন, 'শিক্ষা ঐক্য, মুক্তি, মুক্তি'।  

রিফাত রশীদের নামে মিছিল দেওয়া শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে না রাখায় তারা এই কমিটিকে প্রহসনমূলক বলছেন।

মূলত রিফাত রশীদের কমিটিতে থাকা না থাকা নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবিতে তারা বিক্ষোভ করেন বলে জানা যায়।    

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।