ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৪৭ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি নেতারা সমাবেশস্থলের মঞ্চ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করছে আজ (শুক্রবার) বিকেলে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করবে।

 

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে থাকছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রিজভী।

তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানে আমি যাচ্ছি। আমার সঙ্গে এ্যানি (শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) থাকবেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে ‘জাতীয় নাগরিক পার্টি’র পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা
টিএ/আরএইচ

বাংলাদেশ সময়: ৩:৪৭ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ